রাঙামাটির লংগদু উপজেলায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকারিদের গ্রেফতারের দাবি ও লংগদুতে পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় আটকৃকতদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে দুটি বাঙালীভিত্তিক সংগঠন,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর হাতে স্মারকলিপি হস্তান্ত করেন পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক নূরজাহান বেগম,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ এর রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,সহসভাপতি হাবিবুর রহমান প্রমূখ।
স্মারকলিপিতে, নয়ন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও লংগদুতে পরিকল্পিতভাবে ‘সাজানো অগ্নিসংযোগের’ অভিযোগে নিরীহ বাঙালীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলমান গণগ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে নয়ন হত্যাকান্ডসহ সকল হত্যার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, পার্বত্য শান্তি চুক্তি বাতিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় ও মেডিকেল কলেজ এর অবকাঠামো তৈরীর কাজ শুরু, ভূমি জরিপ করে বিদ্যমান আইনে ভূমি সমস্যার সমাধান, ঝুঁকিপূর্ণ অঞ্চল সমূহে জরুরী ভিত্তিতে সেনা ক্যাম্প পুনঃস্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য ইস্যুতে উস্কানি সৃষ্টিকারি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
8 Comments
পরিকল্পিত অগ্নিসংযোগ —মাদার ফাকার সালার সেটেলার।
পরিকল্পিত অগ্নিসংযোগ —মাদার ফাকার সালার সেটেলার।
নয়ন হত্যাকারী পাহাড়ের সন্ত্রাসীদের বিচার চাই
নয়ন হত্যাকারী পাহাড়ের সন্ত্রাসীদের বিচার চাই
নয়ন হত্যাকারী পাহাড়ের সন্ত্রাসীদের বিচার চাই
এত বড় অন্যায় করে এখন মুত্তির দাবি চাওয়া হচ্ছে কেন…? এটাতো দাবি করা হচ্ছেনা যে নয়ন কে খুন করেছে.তাকে আইনের কাঠগড়ায় আনতে…. .? করেবেই বা কি করে সুষ্ঠভাবে তদন্ত করলে যে আসামি সেটেলার বায়ের হবে… তাইনা..?
যারা সন্ত্রাসী সেটেলার অপরাধীদের মুক্তির দাবি জানাচ্ছে,তারাই মূল ষড়যন্ত্রকারী,মূল হোতা,হামলার মূল পরিকল্পনাকারী।পাহাড়ে তারাই অশান্তি সৃষ্টি করছে।আদিবাসীরা নয়।
কুটার বাচারা তোরা ১ নং মাদারি