খাগড়াছড়ি প্রতিনিধি
গোডাইনে সয়াবিন তেল মজুদ রেখে কৃত্তিম সংকট তৈরি করছেন খাগড়াছড়ির ব্যবসায়ী। মূলত অধিক লাভের আশায় তেল মজুদ করছেন ব্যবসায়ী। তেমনি খাগড়াছড়ি জেলা শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জাফর স্টোর৷ ফ্রেশ কোম্পানি ডিলার এই ব্যবসা প্রতিষ্ঠান রীতিমত বিজ্ঞপ্তি দিয়ে ‘আপাতত সযাবিন তেল নেই’ বলে জানায়।
তবে কর্মকর্তাদের অভিযানে বেরিয়ে আসে গোডাউনে মজুদ রাখা হয়েছে সয়াবিন তেল। মঙ্গলবার সকালে অভিযানে নামেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা। এসময় তিনি গুদামে মজুদ রেখে কৃত্তিম সংকট তৈরি করে অধিক দামে তেল বিক্রির সত্যতা পান।
এমন অভিযোগে মেসার্স জাফর স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স পলাশ স্টোরকে ১০হাজার, ননিচাম স্টোরকে ৮ হাজার এবং মামুন স্টোরকে ১৯ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা বলেন, ‘কোনো প্রতিষ্ঠান ভেতরে মজুদ রেখে বাইরে তেল নেই জানিয়ে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে। আবার অনেকে অধিক দামে তেল বিক্রি করছে। তাদের সকলকে আর্থিক জরিমানা করেছি। ভবিষ্যতে তারা এমন কাজ করলে আমরা আরো কঠোর ব্যবস্থা নেব।’