গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি নাগরিক পরিষদের
বাঘাইছড়িতে সংবাদ সম্মেলনে দাবি

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের বাস্তবায়ন কর্মকর্তার অফিসে প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসীরা জনপ্রতিনিধিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং সকল মানুষ ও অফিস আদালতের সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
লিখিত বক্তব্যে পরিষদের নেতারা দোষিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান এবং একই সাথে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।