খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি চাল ও গম চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা রওশন আলী ভূঁইয়া এবং তার সহযোগি শাহ জাহান মিয়াকে ওরফে মুন্সিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম উদ্ধার করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, কবাখালি গুচ্চগ্রামে রেশন বিতরণ করার জন্য এক হাজার বস্তা চাল ও গম মজুদ করা হয়। এসব মজুদকৃত খাদ্যশস্য থেকে ১০ বস্তা চাল ও ১০ বস্তা গম চুরি করেন সাবেক ইউপি সদস্য রওশন আলী। গোপনে খবর পেয়ে চুরিকৃত চাল ও গম শাহ জাহানের দোকান থেকে উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সরকারি খাদ্যসহ চুরির অপরাধে রওশন আলী ও তার সহযোগি শাহ জাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
Breraking
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী
- বসতঘরের ওপর বাস!
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন