
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে মনি বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার মুসলিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মনি ওই এলাকার শরিয়ত উল্লাহর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিকালে বাড়িতে কাজ করছিলেন মনি বেগম। এসময় বৃষ্টিপাতসহ বজ্রপাত হলে মনি আহত হয়। পরে স্থানীয় লোকজন মিলে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান পাহাড় টোয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।