
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা দিয়েছে। রবিবার সকালে উপজেলার গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোন, মানিকছড়ি রাজবাড়ি ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রি. জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছে। কিন্তু একটি সন্ত্রাসী সংগঠন নানাভাবে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাঁধাগ্রস্থ করছে। এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্ঠায় যারা লিপ্ত তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান কমান্ডার।
সাধারন মানুষ ও এলাকার উন্নয়নে সেনাবাহিনীর চলমান কার্যক্রম অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে সবার কাছে সহযোগিতা চাইলেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মাছে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মানিকছড়ি রাজবাড়ির মেজো প্রিন্স সুচিংপ্রু, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ।
পরে পাহাড়তলী চক্ষু হাসপাতালের সার্জেন্ট সৌমেন তালকদার এবং সিন্দুকছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মাহমুদুল হাসানের নেতৃত্বে ২টি টিম প্রায় ৩শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে। এরমধ্যে চোখের ছানি অপারেশনের জন্য ৬০জন জটিল রোগীকে সনাক্ত করা হয় এবং তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে অপারেশন করা হবে বলে জানান কর্তৃপক্ষ।