রাঙামাটির লংগদু উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে মসজিদের ইমাম সাহেবগন ও দরিদ্র লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স।
সোমবার (২৭ এপ্রিল), উপজেলার গাঁথাছড়া এলাকায় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গনে শতাধিক দরিদ্র লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পাশাপাশি গাঁথাছড়া বায়তুশ শরফ ইদ্যোগেও উপজেলার বিভিন্ন এলাকার মজিদের শতাধিক ইমাম সাহেবদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার আলহাজ্ব মাওলানা হাফেজ ফোরকান আহম্মদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার সভাপতি আমিনুর রশীদ, কমপ্লেক্সের শিক্ষক মোঃ শাহাবুদ্দীন সহ গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।