রাঙামাটি শহরের প্রবেশমুখে মানিকছড়ি চেক পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: জয়নাল আবেদিন’র নেতৃত্বে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। আটকরা হলেন রাঙামাটির শিমুলতলী এলাকার মো: মিজান (২২) এবং ভেদভেদী এলাকার মো: মুজিবুর রহমান (৩৮)।
আটক দুইজনকে রাঙামাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম’র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: জয়নাল আবেদিন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করি। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।