ব্রেকিংরাঙামাটি

গর্ভবতী নারীদের সিআইপিডি’র অর্থসহায়তা

রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় এনজিও ‘সিআইপিডি’ বিলাইছড়ি উপজেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের অর্থ সহায়তা প্রদান করেছে।

‘সাউথ এশিয়ান ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভ ’ প্রকল্পে অধীনে সবজি ও হাঁস-মুরগী পালনের লক্ষে শুক্রবার সংস্থার বিলাইছড়ি উপজেলা কার্যালয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার তিনটি ইউনিয়নের ২১টি গ্রামে গর্ভবতী ও দুগ্ধদানকারী মোট ৫০ জন নারীকে ৫হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে ১৭জন, কেংড়াছড়ি ইউনিয়নে ১৮জন এবং ফারুয়া ইউনিয়নে ১৫জন নারী অর্থ সহায়তা পেয়েছে।

সিআইপিডি’র উপজেলা ইনচার্জ সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন, সংস্থার মনিটরিং এন্ড ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমা। প্রধান অথিতি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য স্বপ্না রানী তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য মধুমিতা চাকমা, সংস্থার সিএম মঞ্জুরানী দেওয়ান।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =

Back to top button