
শুভ্র মিশু ॥
২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।
আলোচনা সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হাসান প্রমুখ।
এতে বক্তারা বলেন, ১৯৭১সালের ২৫মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ মানুষের ওপর যে জঘন্য হত্যাযজ্ঞ চালিয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা। তাদের এই হত্যাযজ্ঞ থেকে সেদিন শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থী কেউই রেখায় পাইনি। কিন্তু ৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনে স্বাধীনতার আকাক্সক্ষায় উজ্জীবিত এই বাঙালি জাতিকে পাকিস্তানি হানাদার বাহিনী দমিয়ে রাখতে পারেনি। জাতির পিতার নেতৃত্বেই স্বাধীনতা ছিনিয়ে এনেছে এই বীর বাঙালি জাতি।