গণহত্যা দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি ॥
গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে একটি জগন্যতম গণহত্যা ঘটেছিলো ৭১ এর ২৫ মার্চ। সেইদিন পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে এদেশের আপামর জনগণকে হত্যা করেও এদেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে নিতে পারে নাই। ২৫ মার্চ ৭১ বাঙালি জাতির এক কালো অধ্যায় হিসেবেই রয়ে যাবে আজীবন।