চৈত্রের বাসন্তী বাতাসে টিপটিপ ঝড়া বৃষ্টি মাথায় নিয়ে হাজির ছেলেমেয়েরা, শহর রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।নতুন পুরাতন মিলে শহরের নানা শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা।শহর এবং সমগ্র পার্বত্য চট্রগ্রাম জুড়ে বিতর্ক আন্দোলন ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখা পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের মাসিক সভার পাশাপাশি আজ ছিলো বিতর্কের বিভিন্ন শাখার সাথে পরিচিতি পর্ব।সেই সূত্রেই আজ আয়োজন করা হয়েছিলো নিজেদের মধ্যেই পরিচিতিমূলক বারোয়ারী(একক) বিতর্ক প্রতিযোগীতা।”আমরা বাঙালী আমরাই শ্রেষ্ঠ”এই বিষয়ের প্রেক্ষিতে নিজেদের বক্তব্য তুলে ধরেন রাঙামাটি মেডিকেল কলেজের স্নেহাশিস চক্রবর্তী,লেকার্স পাবলিক স্কুল &কলেজের চৈতি ঘোষ,রাঙামাটি সরকারী কলেজের সম্মান শাখার তুষার ধর এবং রাঙামাটি সরকারী কলেজের রায়হান সাঈদ। তার্কিকদের নিজস্ব বক্তব্য উপস্থাপন শেষে তা বিশ্লেষন করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের সংগঠক এবং প্রাক্তন বিতার্কিক ইসরাত জাহান। বক্তব্য এবং বিশ্লেষন পর্ব শেষে নতুনদের মধ্যে নিজের শিক্ষনীয় অংশ এবং জিজ্ঞাসা তুলে ধরেন আহাদ।
নিজেদের মধ্যকার এই প্রতিযোগীতায় গল্প আড্ডায় উঠে আসে বাংলা ও বাঙালীর ইতিহাস।সমস্যা এবং সম্ভাবনা। শহর জুড়ে বিতর্ক চর্চা এবং বিতর্ক আন্দোলনের গতি বেগবান করতে মাসের প্রত্যেক সভায় এভাবেই বিতর্কের বিভিন্ন শাখা নিয়ে আলাপ আলোচনা এবং স্বত্ব:স্ফুর্ত প্রতিযোগীতামূলক অংশগ্রহনের এই রীতি অবধারিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের মূখ্য সংঘঠক তানিয়া এ্যানি।
উক্ত সভায় শ্রদ্ধাভরে স্মরন করা হয় প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্যারকে। ২০১৩সালের ১৬মার্চ নক্ষত্রের দেশে পাড়ি জমানো এই মানুষটির প্রয়ান দিবস ছিলো আজ। এছাড়াও আলোচনায় উঠে আসে ৭ই মার্চের ভাষন,ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ, মাষ্টারদা সূর্যসেন,প্রীতিলতা ওয়াদ্দেদার,চট্রগ্রাম অস্ত্রাগার লুন্ঠন বিবিধ ইতিহাস ঐতিহ্যের গল্প কথা।নিয়মিত চর্চায় এভাবেই মেধা বুদ্ধির ধার শানিত হবে শিক্ষার্থীদের, হয়ে উঠবে এক একজন শুদ্ধ সমৃদ্ধ মানুষ এবং একজন সফল বিতার্কিক,এমনটাই স্বপ্ন দেখে পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন।
সবশেষ সাংগঠনিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে দিয়ে শেষ হয় আজকের দিনের মুক্ত বিতর্ক আড্ডা সভা।শুদ্ধ মানুষের উন্মুক্ত দ্বার এই বিতর্ক চর্চাই এনে দিবে আমাদের আগামীর রক্তিম সূর্য প্রত্যাশা সব্বার……
এইমাত্র প্রকাশিতঃ
- বঙ্গবন্ধু আদর্শ ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি
- ১৫ দিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপির আহ্বায়ক কমিটি গঠিত
- লংগদু সরকারি কলেজে শোকসভা
- রাঙামাটি সাংবাদিক সমিতির বৃক্ষ সৃজন
- নিজ কার্যালয়ে প্রধান শিক্ষিকাকে পেটালেন শিক্ষা অফিসার
- বান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে সৈনিকের মৃত্যু, আহত ৩
- জাতীয় শোক দিবসে সরকারি গণগ্রন্থাগারে আলোচনা ও দোয়া মাহফিল