লংগদু সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল আঃ আলীম পিএসসি বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের বিকাশে সহায়তা করে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাত্র ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুার চর্চা করা উচিত। রোববার লংগদুতে ৪৬তম জাতীয় বাংলাদেশ স্কুল ও মাদ্রসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমন্ডার লেঃ কর্নেল আঃ আলীম এসব কথা বলেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত দুই দিনব্যপী এই প্রতিযোগিতায় উপজেলার দশটি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সাঁতার, কাবাডি, হ্যান্ডবল, ও ফুটবল প্রতিযোগিতা অংশ নেয়। রোববার লংগদু উপজেলা পরিষদ মাঠে ফুটল খেলার ফাইনালে মাইনীমুখ মডেল হাই স্কুল ও উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় ১-০ গোলে জয় লাভ করে। এতে উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় মামুন মিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পরে জোন কমান্ডার লেঃ কর্নেল আঃ আলীম চৌধুরী বিজয়ী ও রানার আপ দলের নিকট ২১ইঞ্চি ও ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা। করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহীম পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ছাত্র ছাত্রী ও প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।