
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা যুবদল। রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল আলম শাকিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘এক মিথ্যা মামলায় দেশনেত্রীকে বন্দী করে রেখেছে সরকার, অথচ দেশে যুবলীগ ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট বাড়ছে। আর ছাত্রলীগ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা বলে চাঁদাবাজি করছে।’ বক্তারা বলেন, ‘সরকার বলে আসছে আওয়ামীলীগ সরকার দুর্নীতিতে বিশ্বাসী নয়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ক্যাসিনো মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন, ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার চাঁদাবাজি সব কিছুর দিকে তাকালেই বোঝা যায় দেশ এখন কেমন চলছে?’
আওয়ামীলীগের কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়ে সরকার চুপচাপ মন্তব্য করে বক্তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে, এক দলীয় শাসনের বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে।’ বক্তারা অতিসত্ত্বর বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।