বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার কার্যক্রম কারাগারে বসানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল দশটায় জেলা শহরের কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, জেলা মহিলা দলের সভাপতি মিনারা এরশাদ, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও জেলা জাসাস’র সদস্য সচিব আবুল হোসেন বালিসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, ‘সরকার একটি ঠুনকো মামলায় আমাদের দেশনেত্রীকে কারাগারে অন্তরীণ রেখেছে। তারা এখন ইভিএম যন্ত্রের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসীন হওয়ার পাঁয়তারা করে যাচ্ছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবে না।’
এসময় বক্তারা কারাগারে খালেদা জিয়ার বিচার কার্যক্রম বসানোর প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।