বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। এতে ছাত্রদল ছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অভিযোগ করে বক্তারা বলেন, সরকার একতরফাভাবে নির্বাচন করতে খালেদা জিয়াকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ করে রেখেছে। খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা নীল নকশার নির্বাচনের যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হতে দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি দেয়া হয়। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে দেশে সকল দলের অংশ গ্রহণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল প্রমূখ। এসময় জেলা বিএনপি সহ সভাপতি কংচাইরি মাস্টার, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, আব্দুর রব রাজাসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কে উঠতে চাইলে কার্যালয়ের ফটকে আটকে দেয় পুলিশ। পরে সেখানে পুলিশি ব্যারিকেডে বিক্ষোভ সমাবেশ করেন তারা।