বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী দল ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।
বুধবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন তালুকদার (দীপু), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জগদীশ চাকমা, জেলা জাসাস’র সদস্য সচিব আবুল হোসেন বালী প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।