পুলিশের বাধার মুখে খাগড়াছড়িতে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করতে ব্যর্থ হয়ে শহরের ভাঙ্গাব্রীজ এলাকায় কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে কর্মসূচিতে বক্তব্য রাখন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নেতাকর্মীরা। কিন্তু পুলিশ সেখানে কর্মসূচি পালনে বাধা দেয় এবং দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে নেতাকর্মীরা ভাঙ্গা ব্রিজ সড়কে মানববন্ধন করে।
এসময় কর্মসূচি পালন থেকে বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার ভূয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রায় দিয়ে খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করেছে বলেও অভিযোগ করেন।