নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া’কে পদ্মা সেতুতে নিয়ে ফেলে দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার সকালে শহরের কাঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক অব. লে. কর্ণেল মনিষ দেওয়ান, সাবেক এমপি মনি স্বপন দেওয়ান, জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু) সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক অব. লে. কর্ণেল (অব) মনিষ দেওয়ান বলেন, চার বারের সাবেক প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুতে ফেলে দিয়ে হত্যার হুমকি দিয়েছেন এই অবৈধ সরকার প্রধান। সরকার দলীয় নেতাকর্মীরা মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি করে দেশকে পুঙ্গ করে ফেলেছেন। যার ফলে দেশের প্রতিটি নিত্যপণ্যের দাম আজ আকাশ ছোয়া। নিন্ম আয়ের মানুষ আজ না খেয়ে দিন যাপন করছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান বলেন, এই সরকার গণতন্ত্র ধ্বংস, বাক স্বাধীনতা হরণ, গুম, খুন, অপহরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা চালিয়ে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে এবং এই ব্যার্থ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন তারা। বর্তমান দু:শাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনে অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বাজবে।