বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বান্দরবানে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে লিফলেট বিতরণ করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের কর্মসূচীতে পুলিশি বাঁধা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপি’সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শহরে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে। জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে শহরের ট্রাফিকমোড় থেকে বান্দরবান বাজার’সহ আশপাশের এলাকাগুলোতে তারা জনগনের হাতে হাতে এ লিফলেট বিতরণ করেন।
কর্মসূচীতে অন্যদের মধ্যে জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিটল বিশ্বাস, বিএনপি নেতা মোহাম্মদ শিপন প্রমুখ অংশ নেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, প্রতিহিংসার বিচারে বন্দি, গনতন্ত্র, স্বাধীনতা-স্বার্বভৌমত্ত ও জনগনের আস্থার প্রতীক খালেদা জিয়া। তার নিশ্বর্ত মুক্তির দাবীতে বিএনপির লিফলেট বিতরণ।
1 Comment
গত ২৮/০২/২০১৮ বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের ২ সদস্য আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন
তবে দুঃখের বিষয় হলো দুজন ই বাঙ্গালি,
১৬ জন সদস্য থাকা সত্বে ও তারা কোন অবাঙ্গালিকে মারধর করেনি,
আরো দুঃখের বিষয় হলো কোন পত্রিকায় কোন তা কেন আসেনি?
অথচ জনগুরুত্বপুর্ণ বিষয় হলে ও তা গুরুত্ব পায়নি
অথচ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড বিতরণ স্থগিত করেছে