খাগড়াছড়িতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে মারধর করা হয়। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আহতবস্থায় চঞ্চুমনি চাকমাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেলা দেড়টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে কোর্ট বিল্ডিং সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানের সামনে দিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন চঞ্চুমনি চাকমা। পথিমধ্যে একদল যুবক চঞ্চুমণি চাকমাকে জোরপূর্বক তাদের মোটরসাইকেলে তুলে নিতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন উপজেলা চেয়ারম্যান। দৌঁড়ে পালাতে গিয়ে নিকটবর্তী পোস্ট অফিসের দুই নম্বর গেটের সামনে পড়ে গেলে সেখানে ৫/৬ জন যুবক চঞ্চুমণি চাকমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। এসময় স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় দুর্বত্তরা। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজারে নিয়ে আসলে পরে পুলিশ পাহারায় তাকে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।
আহত উপজেলা চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। তারা হাসপাতালে উপজেলা চেয়ারম্যানের চিকিৎসার খোঁজ খবর নেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা দেড়টার দিকে চঞ্চুমনি চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।
এদিকে, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমার উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সংগঠক উজ্জ্বল স্মৃতি চাকমা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন।
হামলার ঘটনার পর বেলা পৌণে ৩ টার দিকে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমা স্বাক্ষরিত স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেন।
বিবৃতিতে হামলার ঘটনায় সংস্কারবাদী জেএসএস-এর সন্ত্রাসীরা জড়িত এমন অভিযোগ করে ইউপিডিএফ নেতা অবিলম্বে চঞ্চুমনি চাকমার উপর হামলাকারীসহ খুন-গুম-অপহরণও চাঁদাবাজির ঘটনায় জড়িত সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।