
খাগড়াছড়িতে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠি চার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি ঘোষনা করে জেলা বিএনপি। শুক্রবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে ভাঙ্গাব্রীজ এলাকায় কর্মসূচী পালন করতে চাইলে পুলিশ ফের বাঁধা দিলে বিএনপি নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এদিকে জেলা বিএনপির এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়েছে।