পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর খাগড়াছড়ির স্টাফ করেসপন্ডেন্ট অপু দত্ত খাগড়াছড়ি প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হয়েছে। অপু দত্ত প্রেস ক্লাবের কনিষ্টতম সদস্য।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও আরো দুইজন প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হয়েছে। তাঁরা হলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি তমাল দাশ লিটন ও দৈনিক অরণ্য বার্তার নিজস্ব প্রতিবেদক আজহার হীরা।
এর আগে নির্বাচিত সদস্যরা প্রেস ক্লাবের সদস্য পদ পাওয়ার আবেদনের প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুসরণ করে সহযোগী সদস্য করা হয়। এরপর ধারাবাহিক প্রক্রিয়া শেষে তাদের সদস্য নির্বাচিত করা হয়।
১৯৮৬ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত খাগড়াছড়ি প্রেস ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ২০জন। এরমধ্যে ৩ জনকে নতুন করে সদস্য করা হয়।