খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি থাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত এলাকায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ কারণে গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল।
উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে রোববার সকাল ১০টায় প্রেসব্রিফিং আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। পরিষদ মিলনায়তনে প্রেসব্রিফিংকালে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী দাবি করেছেন, অন্যায় ও অযৌক্তিক দাবি পূরণ না করায় একটি মহল জেলা পরিষদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছেন। তিনি পরিষদ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।