আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর খাগড়াছড়িতে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার সকালে রায় ঘোষনার পরপরই শহরের কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি আদালত সড়ক হয়ে শাপলা চত্ত্বর ঘুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল প্রমুখ। এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টেকো চাকমাসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দীর্ঘদিন পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় হওয়ায় আনন্দ প্রকাশ করেন। এসময় তারা রায়ে তারেক জিয়ার দাবি করে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।
পরে তারা পুনরায় মিছিল করে দলের অস্থায়ী কার্যালয়ে ফিরে যায়।
অপরদিকে বিকালে শহরের নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে অপর একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম। মিছিলটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে মুক্ত মঞ্চে সমাবেশ করে। এসময় জেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমানসহ সকল খুনিদের যথাযথ বিচারের মাধ্যমে আইনের সু-শাসন ও সু-বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অবিলম্বে খুনি পলাতক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করার দাবি জানান।