খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের সদস্যদের সাথে আইন শৃংখলারক্ষাকারি বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিজিবি‘র ৩ সদস্য আহত হয়েছেন। এসময় সংগঠনের ৮ সদস্যকে আটক করে পুলিশ। সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার জের ধরে জেলাজুড়ে যাত্রীবাহি বাসসহ কমপক্ষে ১৫টি গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিক্ষুদ্ধ শ্রমিকরা দুপুরের পর থেকে জেলায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
জানা যায়, কল্পনা চাকমার বিচার নিয়ে তালবাহানার প্রতিবাদ জানিয়ে বুধবার সকালে স্বনির্ভর এলাকা থেকে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন বিক্ষোভ মিছিল বের করতে চাইলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ বিজিবি সদস্য আহত হন। তাঁরা হলেন হাবিলদার হাবিব, বিজিবি সদস্য রুবেল ও কামরুল। ঘটনায় সংগঠনটির খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক এন্টি চাকমা ও সুমিতা ত্রিপুরাসহ ৮জনকে আটক করা হয়। অন্যদিকে হিল উইমেন্স ফেডারেশনেরও কয়েকজন আহত হয়েছে বলে দাবী করা হয়েছে।
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো স্বনির্ভর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি শাখার সভাপতি দ্বিতীয় চাকমা বলেন, বৃহষ্পতিবার নারী নেত্রী কল্পনা চাকমা হত্যার শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি নিয়ে তালবাহানা না করার দাবীতে আমরা সকালে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম। তখন পুলিশ-বিজিবি মিলে বাধা দেয়। পরে আমাদের উপর লাঠিচার্জ করে। এদিকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ঘটনায় সংগঠনের কর্মী ও সমর্থক মিলে ২৫জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান জানান, তারা অনুমতি ছাড়া বিক্ষোভ করায় বাধা দেয়া হয়েছে। পরে পুলিশ বিজিবিকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের জের ধরে জেলার বিভিন্ন এলাকা যাত্রীবাহি বাসসহ কমপক্ষে ১৫টি গাড়ী ভাংচুর করা হয়েছে। আগুন দেয়া হয়েছে কম করে ৩টিতে। এসময় ৫জন শ্রমিক আহত হয়। ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির সাথে যান চলাচল বন্ধ রেখেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এর পর থেকে জেলার মহালছড়ি, মাইসছড়ি, পানছড়ি, রামগড়, মানিকছড়িতে যাত্রীবাহি বাস, সিএনজি, মহেন্দ্র, মোটরসাইকেলে কার ভাংচুর চালানো হয়। মানিকছড়িতে একটি মালবাহি পিকআপ এবং পানছড়িতে ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে, রামগড়ে দুটি যাত্রীবাহি বাস, সিএনজি, একটি পিকআপ, একটি অটো রিকসা ভাংচুর করা হয়, মাইসছড়িতে দুটি যাত্রীবাহি বাস, ৭টি সিএনজি, ২টি মহেন্দ্র ভাংচুর করা হয়, খাগড়াছড়ি বাসস্টেশনে ১টি পিকআপ ভাংচুর করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। এদিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা প্রতিবাদে মিছিল বের করলে এতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মিছিলটি থেকে অপ্রীতিকর ঘটনার আশংকা ছিল। তাই ছত্রভঙ্গ করা হয়েছে। এদিকে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Previous Article‘নয়ন হত্যাকারি ও অগ্নিসংযোগকারি কাউকেই ছাড় নয়’
Next Article খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের আল্টিমেটাম
12 Comments
R o banga dorkar
Turato konodin gari kinte parbina tai…. a kotha bolis…..
Tak oyala gari kinte pari ….
Bussos angela bo…..gu haj nahi…..na muut haj
bada….koal ar baccha…..toder baper dinna gari ni aigula…..bgb r army jokhon guli koira koira falaibo…..tokhon bujbi..
Mk Hasan Nil Arafat Hossain
Medera ha
Oder bap a jibone ai rokm gare deke nai tw…tai bltce vangte…ora tw paharer jongle janoar ora ai shomporke ki r bujbe..murkkor gusti###koil
You bastard..!!!!!!!! You are also member one of the your betrayer nation!!! Pooh!!!!
eta tw purono garir chobi….jobdo kora gari…..garir chaka sobkisu deje buja jasse……jobdo kora gari…..salara vua news chorai….
Gari bagchur kora vlo.
এই গোলো পসাসনের সজ্য হবে