প্রথম থেকেই নিজেকে পুরোপুরি সুস্থ দাবী করে আসা এবং হাঁচি কাশি বা জ্বরসহ করোনার কোন উপসর্গ না থাকা খাগড়াছড়ির একমাত্র করোনা রোগি’র দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ২৯ এপ্রিল প্রথমবার পজিটিভ রিপোর্ট আসার পর সংশয় তৈরি হলে দ্বিতীয় দফা তার নমুনা সংগ্রহ করে পাঠানোর তিনদিন পর আজ রবিবার তার নেগেটিভ ফলাফল আসে।
খাগড়াছড়ির এই রোগীর করোনা পরীক্ষায় দুই দফায় ভিন্ন ফলাফল আসায় তৃতীয় দফায় পরীক্ষার জন্য রবিবার আবার নমুনা সংগ্রহ করা হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হলে ২৯ এপ্রিল তা পজেটিভ ধরা পড়ে। তবে কোন উপসর্গ না থাকায় পরীক্ষার ফলাফল নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হওয়ায় পরদিন ৩০ এপ্রিল পুনরায় নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে আজ (৩ মে) রবিবার নমুনার ফলাফল নেগেটিভ আসে।
করোনাভাইরাস আক্রান্ত ব্যাক্তি নারায়নগঞ্জের ‘অনন্ত ওয়াসিং” নামের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সে উপজেলার কামুক্যাছড়া গ্রামের ছেলে।
জানা যায়, গত ১৭ এপ্রিল নারায়নগঞ্জের আদমজি থেকে স্ত্রীসহ রওয়ানা দিয়ে ১৮ এপ্রিল দীঘিনালা এসে পৌঁছেন তিনি। পরে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন হিসেবে কামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। ওই বিদ্যালয়ের ভবনে সে স্ত্রীসহ ১০ জন অবস্থান করছিল।
এছাড়া এ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনে আরো ৪৫জন অবস্থান করছিল। প্রথম দফার পরীক্ষায় পজেটিভ আসায় গত ১লা মে স্থানীয় হোটেল ইউনিটিকে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করে করোনা পজিটিভ ওই ব্যক্তিকে আইসোলেসনে স্থানান্তর করা হয়।