খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৭ মার্চ উপলক্ষে নানান কর্মসূচি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়িতে নানান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সেখানে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনে উজ্জীবিত হয়ে জাতির কল্যাণে নিয়োজিত হবার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। একই সঙ্গে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী শক্তির নৈরাজ্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =

Back to top button