
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় আরো ৬জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এই নিয়ে জেলায় বর্তমানে মোট ৫৮জন ব্যক্তি করোনায় আক্রান্ত রয়েছেন। তবে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষের মধ্যে নেই সচেতনতা।
সরকার ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে দূরপাল্লার যানবাহন চলাচল ছাড়া বাকী সব অনেকটা স্বাভাবিক বলা যায়। বৃহষ্পতিবার(০৮ এপ্রিল) খাগড়াছড়িতে সাপ্তাহিক হাট বাজারেও সাধারণ মানুষের উপস্থিতি অন্যদিনের মত। ক্রেতা বিক্রেতা অনেকের মুখে মাস্ক নেই। যান চলাচলের সংখ্যা বিগত দিনের চেয়ে বেড়েছে।
জরুরী প্রয়োজন ব্যাতিত অন্য দোকানগুলোও কিছুটা খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটটদের অভিযান ও জরিমানা সত্বেও মানুষ সচেতন হচ্ছেনা। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ১০৩টি মামলার বিপরীতে ৩৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা: মিটন চাকমা বলেন, এখন পর্যন্ত জেলায় মোট ৫হাজার ৫শ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।