খাগড়াছড়িতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ৮টায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। এসময় পুলিশ সুপার আলী আহমদ খান উপস্থিত ছিলেন। পরে কবুতর ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
জেলা পুলিশ, আনসার ও শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অনুষ্ঠিত কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন পুলিশ সুপার।
এদিকে র্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশন শেষে র্যালি বেরা করা হয়। র্যালিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে:কর্নেল আব্দুল্লাহ আল সাদিক উপস্থিত ছিলেন।
পরে স্মৃতিফলকে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আলোচনা সভা করে। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার।