খাগড়াছড়ি প্রতিনিধি ॥
যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে খাগড়াছড়িতে পেশাজীবিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে খাগড়াছড়ি শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি নাটাবের সাধারণ সম্পাদক জীতেন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা। বক্তব্য রাখেন ডা. মৃদুল কান্তি ত্রিপুরা ও নাটাব প্রতিনিধি মো. হেলাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডা. মিঠন চাকমা বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষ্মা মারাতœক। করোনার মত যক্ষ্মাও হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষ্মাসহ বিভিন্ন মরণব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে পেশাজীবিদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এ বিষয়ে ভূমিকা রাখার আহবান জানান। সভার যক্ষ্মা রোগী সনাক্ত করতে বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের সহায়তা কামনা করা হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্তরের ৩০ জন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।