খাগড়াছড়িতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সভা অনুুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি(নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: রাজেন্দ্র ত্রিপুরা। নাটাব খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়–য়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রতিবন্ধি সমাজসেবা কেন্দ্রের চিকিৎসক ডা: সৈয়দা লুলু মারজান।
মতবিনিময় সভায় বক্তারা যক্ষ্মা রোগ হলে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করার পরামর্শ দেন। সভায় রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।