খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে শহরের জেলা শহরের পানখাইয়াপাড়া সড়কের সার ও কীটনাশক বিক্রির বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।
অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশকিছু মেয়াদউত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এসময় মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মেসার্স বড়–য়া ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে অভিযানে জব্দ করা মেয়াদউর্ত্তীণ কীটনাশকগুলো ধ্বংস করে দেয়া হয়।
এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে সরকারী নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।
তিনি জানান, উচ্চমূল্যে সার বিক্রির বেশকিছু অভিযোগ পেয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে জেলার সকল সার ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে।