খাগড়াছড়িতে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৫ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালসহ জেলার সকল উপজেলায় এই কর্মসূচি চলছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মাঝে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, খাগড়াছড়িতে টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৫ হাজার ৩৫৫ জন। গত ৮ এপ্রিল থেকে ১০ দিনে দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা গ্রহন করেছেন ৬ হাজার ৭৯২জন। এরমধ্যে ৫ হাজার ৩৬৫ জন পুরুষ এবং ১ হাজার ৪৩২ জন নারী। এদিকে দ্বিতীয় পর্যায়ের পাশাপাশি প্রথম পর্যায়ের টিকা প্রদানও চলছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের উপস্থিতি। জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধন করে সহজেই কভিড-১৯ টিকা নিতে পারছেন বেশীর ভাগ মানুষ। খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার ডা. নুপুর কান্তি দাশ বলেন, টিকা নেয়ার ব্যাপারে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। ধাপে ধাপে সকলে টিকার আওতায় আসবে।