
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে অসহায় ও হতদরিদ্র প্রায় ৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা প্রাঙ্গণে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম এ চাল বিতরণের উদ্বোধন করেন।
এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের খাগড়াছড়ি কর্মকর্তা মো. বাহার উল্ল্যাহ, পৌরসভার সচিব পারভীন খন্দকার, পৌর এলাকার স্বস্ব ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ ও হতদরিদ্র ৪ হাজার ৬শ ২১ জন নারী-পুরুষের মধ্যে ভিজিএফ-এর কার্ড বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেককে জনপ্রতি ১৫ কেজি করে চাউল প্রদান করা হবে। ভিজিএফ-এর চাউল পেয়ে খুশি এসব পরিবারের সদস্যরা।