খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বাড়ির সামনে তন বিহারী চাকমা (৬৫) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জেলার সাতভাইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তন বিহারী চাকমা ওই এলাকার লক্ষ্মীধন চাকমার ছেলে। পেশায় তিনি কৃষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির সামনে বসেছিলেন তন বিহারী চাকমা। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।