খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলাম্বীরা দিনটি পালন করছেন। দিনটি উপলক্ষে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনারত থাকেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।
সকালে জেলা শহরের য়ংড বৌদ্ধা বিহারে বিভিন্ন রকমের ফুল, ফল ও মিষ্টান্ন নিয়ে বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা করত সমবতে হতে থাকেন তারা। বিহারে আয়োজন করা হয়েছে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার।
বৈশাখির পূর্ণিমার এ তিথিতে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ ও মহাপরিানর্বাণ লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মাবলাম্বদের জন্য দিনটি পবিত্রতম উৎসবের দিন।
বিকেলে বিহার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে। বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা শেষে সন্ধ্যায় আকাশে হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বৈশাখী পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এছাড়া বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মৈত্রী বৌদ্ধ বিহারের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণণ করা হয়েছে। শুভ বৌদ্ধ/বৈশাখি পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর বৌদ্ধ বিহার, তেতুলতলা বৌদ্ধ বিহার, কল্যাণপুর বৌদ্ধ বিহার ও পার্বত্য বৌদ্ধ মিশন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।