খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোব নিয়মিত, থাকবো সবাই স্বাস্থসম্মত’- এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮। এ উপলক্ষে সোমবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌলশী সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন প্রমুখ অংশ নেন। র্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে পৌর টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি জেলা পরিষদের যৌথ উদ্যোগে দিবসটি পালনের আয়োজন করা হয়।