খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ২৯ তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ^ গড়ি এই প্রতিপাদ্যে বৃস্পতিবার খাগড়াছড়ি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ । অনুষ্ঠানে শহর সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াছড়ি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া বেগম, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১২টি হুইলচেয়ার, ১টি এলবো ক্রাচ, ২টি হিয়ারিং এইড, ১টি ডিজিটাল সাদাছড়ি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।