সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন প্রাপ্তির দাবিতে খাগড়াছড়িতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সকালে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন-এর আহ্বানে তিনদিনের এই কর্মবিরতি শুরু হয়। চলবে ৩০ জানুয়ারী পর্যন্ত।
কর্মবিরতি পালনকালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবি নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কমিটির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংক্য মারমা, সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন দেয়ার দাবী জানান।
উল্লেখ্য, সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িসহ সারাদেশের ৩২৭টি পৌরসভায় ২৮, ২৯ ও ৩০ জানুয়ারী পর্যন্ত পৌর কর্মকর্তা-কর্মচারীরা একই দাবিতে এই কর্মসূচি পালন করবে। তিনদিনব্যাপী পুর্ণ দিবস কর্মরিতির আজ প্রথম দিন পালিত হচ্ছে।
এইমাত্র প্রকাশিতঃ
- নানা আয়োজনে জাতির পিতাকে স্মরণ অভিলাষের
- রাঙামাটি শহরে আওয়ামীলীগের বিক্ষোভ
- রাবিপ্রবি’র সাবেক উপাচার্য ড. প্রদানেন্দুর মৃত্যু; বিভিন্ন মহলের শোক
- মহালছড়িতে কৃষকলীগের বিক্ষোভ মিছিল
- নানিয়ারচরে নেয়া হচ্ছে অস্বাভাবিক ভাড়া; প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- রামগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার; শিক্ষক পলাতক
- আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু
- সাজেকে জীপ উল্টে প্রাণ হারালেন ২ জন