খাগড়াছড়ি প্রতিনিধি ॥
এবার খাগড়াছড়িতে মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০হাজার ৬৩৯জন। পাশ করেছে ৮হাজার ৭৭৮শ জন। পাশের হার ৮৪ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে ২০২টি। শুধু বিজ্ঞান বিভাগ থেকে এসেছে ১৮৮টি জিপিএ-৫। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় একই থাকলেও পাশের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে তিনগুণ।
এবারে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮শ ১৩ জন। পাশ করেছে ১হাজার ৬শ জন। এরমধ্যে ৮শ ১১জন ছাত্র এবং ৭শ ৮৯জন ছাত্রী। পাশের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ এসেছে ১৮৮টি।
মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২শ ৭৮ জন। পাশ করেছে ৫ হাজার ১শ ৮৬জন। এরমধ্যে ২হাজার ২শ ৪৬জন ছাত্র এবং ২হাজার ৯শ ৪০জন ছাত্রী। পাশের হার ৮২ দশমিক ৬১ শতাংশ। এই বিভাগ থেকে কোন জিপিএ-৫ এসেছে ১২টি। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মোট পরিক্ষার্থী ছিল ২হাজার ৩শ ৩৫জন। পাশ করেছে ১হাজার ৯শ ৯২জন। এরমধ্যে ১হাজার ১শ ৭জন ছাত্র এবং ৭শ ৮৫জন ছাত্রী। পাশের হার ৮৫ দশমিক ৩১ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ-৫ এসেছে ১৬টি।
প্রসঙ্গত, ২০১৯ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০হাজার ৭০৪জন। পাশ করেছে ৭হাজার ৭শ জন। পাশের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬৯টি। বিজ্ঞান বিভাগ থেকে ৩টি জিপিএ-৫ ছাড়া বাকি ৬৬টি জিপিএ-৫ এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যার সাথে পাশ এবং জিপিএ-৫ বেড়েছে।