জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে জেলা দায়রা জজ আদালতের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, যুগ্ম জেলা জজ ও লিগ্যাল এইড অফিসার খোরশেদ আলম সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জয়নুল আবেদীন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, পিপি এডভোকেট বিধান কানুনগো প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বের হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা করা হয়।
জেলা জজ রতেœশ্বর ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এর আগে মিলনায়তনে বিনামূল্যে রক্ত’র গ্রুপ নির্নয় লিগ্যাল এইড মেলার এর উদ্বোধন করেন অতিথিরা।
এইমাত্র প্রকাশিতঃ
- কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাইখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- মহালছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
- স্বদেশ’র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ আবৃত্তি ও কথামালা
- জম্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা পার্বত্য খাগড়াছড়িতে
- বান্দরবানে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- বান্দরবানে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা