
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। দুপুরে শহরের কলাবাগান এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিলটি প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে ভাঙ্গাব্রীজ এলাকার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা।
সমাবেশ থেকে বক্তারা হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে ন্যায় বিচার না থাকায় একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। বাদ যাচ্ছেনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। ভারতের সাথে একতরফা আঁতাত করে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে বিরোধীমত দাতাদের খুন, গুম ও মিথ্যা মামলায় কারান্তরীণ করছেন শেখ হাসিনা এমন অভিযোগও করেন বক্তারা।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।