খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যামেরন চাকমাকে সভাপতি, শুভ চাকমাকে সাধারণ সম্পাদক ও উৎপল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লিটন চাকমার সঞ্চালনায় ও আহ্বায়ক ক্যামরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসন গ্রহণ করেন ইউপিডিএফের খাগড়াছড়ি সদর উপজেলা সংগঠক অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি নরেশ ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি ইশা চাকমা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শুভ চাকমা।
বক্তারা বলেন, যুব শক্তিই হচ্ছে আন্দোলনের প্রধান শক্তি। আগামী দিনের আন্দোলন জোরদার করার জন্য গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃত্বে যুব সমাজকে আরও দঢ়ভাবে সংগঠিত হতে হবে। সকল নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ক্যামেরন চাকমাকে সভাপতি, শুভ চাকমাকে সাধারণ সম্পাদক ও উৎপল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।(বিজ্ঞপ্তি)