খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখি। নমুনা পরিক্ষা অনুপাতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্তে হার বেড়ে দাঁড়িয়েছে ৩১.৬৭ শতাংশে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের হার।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নতুন করে ১৯জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরমধ্যে সদরে ১০জন, দীঘিনালায় ৪জন, রামগড়ে ৪জন এবং মাটিরাঙ্গায় ১জন।
চলতি মাসে মোট ৯৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১১৯জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমনের হার ১২.৫৯শতাংশ।
জেলায় এখন পর্যন্ত ৭হাজার ২শ ৮২জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১হাজার ২৭জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার গড় আক্রান্তের হার ১৪.১০শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৮জন ভর্তি রয়েছে।
এদিকে করোনা সংক্রমণ বাড়লেও স্থানীয়দের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে উদাসিনতা দেখা যাচ্ছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুুর কান্তি দাশ বলেন, জ¦র-কাঁশি হলে করোনা পরীক্ষা করাতে হবে। আর স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে করোনা আক্রান্তের হার কমানো যাবে না।