গেল বছর পার্বত্য জেলা খাগড়াছড়িতে এইচএসসি পরিক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার বাড়লেও এবার তা কমে এসেছে। ২০১৬ সালে যেখানে পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৬হাজার ৪শ ২৩জন। সেখানে এ বছর পরিক্ষার্থীর সংখ্যা ৫হাজার ৭শ ৭৭জন। ২০১৬ তে পাশের হার ৫০.১৬ শতাংশ ছিল সেখানে এবার নেমে দাঁড়িয়েছে ৪৪.৬৩ শতাংশ। কমেছে জিপিএ-৫এর সংখ্যা। গত বছর ৯টি জিপিএ-৫ আসলে এবার প্রাপ্ত তথ্য মতে এই সংখ্যা ৪টি।
এরমধ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ২টি, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১টি এবং মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ থেকে ১টি।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এবার ১শ ৩ জন পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৯৬ জন। কলেজটিতে এবারে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮ জন। পাশ করেছে ৩৫ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন। পাশ করেছে ৪জন। ব্যবসা শিক্ষা বিভাগে ২২জন পরিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। বিজ্ঞান থেকে জিপিএ-৫ এসেছে ১টি।
খাগড়াছড়ি সরকারি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯শ জন। এরমধ্যে পাশ করেছে ৪শ ৫জন। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ২শ ৫০ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৯২ জন। ব্যবসা শিক্ষায় ৩শ ১৭ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৮১ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩শ ৩৩ জন পরীক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৩২ জন। এই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এসেছে ২টি।
দীঘিনালা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী সংখ্যা ১হাজার ৮৩ জন। পাশ করেছে ৪শ ৫৬জন। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৩৫ জন। পাশ করেছে ৮৯ জন। কলেজটিতে মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৭শ ৩১জন। পাশ করেছে ২শ ৫৮ জন। ব্যবসায় শিক্ষায় ২শ ১৭ জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১শ ৯ জন।
মানিকছড়ি গিরি মৈত্রি ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮শ ১৩ জন। পাশ করেছে ৩শ ৯৫ জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮২ জন। পাশ করেছে ৬৯ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ২ জন। পাশ করেছে ২শ ৮জন। ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২শ ২৯ জন। পাশ করেছে ১শ ১৮ জন। এই কলেজের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫এসেছে ১টি।
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের মোট পরিক্ষার্থীর সংখ্যা ৭শ ১৮ জন। পাশ করেছে ২শ ৭জন। এই কলেজে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৮৪ জন। পাশ করেছে ৪১ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪শ ৪৭ জন। পাশ করেছে ১শ ২জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ৮৭জন। পাশ করেছে ৬৪জন।
তবলছড়ি গ্রীন হিল কলেজে এবার মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৬জন। পাশ করেছে ১শ ১৮জন। এরমধ্যে বিজ্ঞান মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৩৪জন। পাশ করেছে ৭৫ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ৭২জন। পাশ করেছে ৪৩জন।
মহালছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪শ ৪০জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৫৬ জন। বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৫১ জন। পাশ করেছে ৯ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৭৩ জন। পাশ করেছে ১শ ৩ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ১৬ জন। পাশ করেছে ৪৪ জন।
বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৪৩জন। এরমধ্যে পাশ করেছে ৯জন। মানবিক বিভাগে ২৮জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৮জন এবং ব্যবসা শিক্ষায় ৬জন শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১জন।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৮৭ জন। এরমধ্যে পাশ করেছে ২শ ২জন। এবারে বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৬১ জন। পাশ করেছে ১৫ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২শ ৬১ জন। পাশ করেছে ১শ ১৭ জন। ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৬৫ জন। পাশ করেছে ৭০ জন। গেল বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৪৩.৮৫ শতাংশ হলেও এবার পাশের হার ৪১ শতাংশ।
পানছড়ি কলেজে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৬শ ১১জন। এরমধ্যে পাশ করেছে ৩শ ৭৭জন। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮জন। পাশ করেছে ২৭ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ৪শ ৫৯জন। পাশ করেছে ২শ ৬২জন। এবং ব্যবসা শিক্ষায় মোট পরিক্ষার্থী ১শ ১৪জন। পাশ করেছে ৮৮ জন।
রামগড় সরকারি কলেজে এবারে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩শ ৭৩জন। এরমধ্যে পাশ করেছে ১শ ৬৮ জন। পরিক্ষায় বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ৪৩ জন। পাশ করেছে ২৩ জন। মানবিক বিভাগে মোট পরিক্ষার্থী ১শ ৭৬ জন। পাশ করেছে ৬৬ জন। ব্যবসা শিক্ষা বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ১শ ৫৫ জন। পাশ করেছে ৭৯ জন।