পার্বত্য জেলা খাগড়াছড়িতে মঙ্গলবার রাতে আরো ৯ জনের করোনা পজিটিভ আসায় জেলায় মোট করোনা রোগির সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
মঙ্গলবার রাতে ‘আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়ি’ এর ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয় যে ২৬ মে আসা রিপোর্টে জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরো নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলো মাটিরাঙ্গা উপজেলার বাবুপাড়ায় ৫৪ বছর পুরুষ একজন পুরুষ,মহালছড়ি উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরী,৪০ বছর বয়সী একজন পুরুষ এবং ২১ বছর বয়সী এক তরুন,দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ি এলাকায় ৩৮ বছর বয়সী এক পুরুষ, পানছড়ি উপজেলার কলোনী পাড়ায় ৩৪ বছর বয়সী এক নারী, খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকায় ৩৮ বছর বয়সী এক নারী,কমলছড়ির ইটছড়িমুখ এলাকায় ২২ বছর ও ১৮ বছর বয়সী দুই তরুণ।
এনিয়ে এই জেলায় মোট করোনা শনান্ত হলো ৩০ জন এবং একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটিই। আক্রান্তদের মধ্যে ২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।