গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এছাড়া ২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যরাই বেশি। এছাড়া স্বাস্থ্য কর্মীও আছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, রামগড়ে ৮জন, মানিকছড়িতে ৭জন, দীঘিনালায় ৩ জন, খাগড়াছড়ি সদরে ৩ জন, মহালছড়িতে ১জন ও মাটিরাঙ্গায় ১ জন। করোনায় আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে এখনো কেউ মৃত্যুবরণ করেননি।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, আক্রান্তের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। এরমধ্যে রামগড়ে ৭, দীঘিনালায় ৩, মানিকছড়িতে ৩ ও খাগড়াছড়ি সদরে ২ পুলিশ সদস্য রয়েছেন। দীঘিনালার পুলিশ সদস্যরা কক্সবাজারে দায়িত্ব পালন শেষে গত ৭ জুন দীঘিনালায় ফিরেন। ৮জুন নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদিকে খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, তিনি ঠাকুরগাও থেকে খাগড়াছড়িতে এসেছিলেন। জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গতকাল (শুক্রবার) বিকালে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, এরআগেও কয়েকবার এই আনসার সদস্য শ^াস কষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।