খাগড়াছড়িতে আরও ২৪ জনের করোনা পজিটিভ, শনাক্তের হার ৬১%

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় ৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬১.৫৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরেই সবচেয়ে বেশি। এর পরও এখনও বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার আহবান জানিয়েছে সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসে ২ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নবজাতক ও শিশুরাও রয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ২৭ জন। বাকী ২৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে। মহারমারি শুরুর পর থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছন ১৯২৭ জন। সুস্থ হয়েছেন ১০১০জন। মারা গেছেন ১৫ জন।
এদিকে সরকারি ছুটিতে বন্ধ থাকার পর ফের কাল শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে সিনোফার্মার ভ্যাকসিন পাওয়ার পর থেকে টিকা প্রদান কার্যক্রম চলছে। সংক্রমণ উর্দ্ধগতির দিকে আছে মন্তব্য করে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিধি নিয়ে উদাসীন হওয়ায় শনাক্তের হার বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।