খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বিহারে এক ভিক্ষুকে ‘পিটিয়ে’ হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত বিশুদ্ধ মহাথেরু খাগড়াছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধর্মসুখ বিহারে থাকতেন। তিনি ওই ওয়ার্ডেরই বাসিন্দা।
বিহার থেকে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ি থানার ওসি মুহম্মদ রশীদ জানান।
ওসি বলেন, “বিশুদ্ধ মহাথেরুর শরীরে জখমের চিহ্ন রয়েছে। সম্ভবত লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।”
তবে খুনি বা হত্যার কারণ সম্পর্কে ওসি কিছু বলতে পারেননি।
নিহত মহাথেরুর ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, “আমার ভাইকে রাতের আঁধারে মেরে বিহারের ভেতর রেখে চলে গেছে। আমার ভাইয়ের কী অপরাধ?”
খুনির বিচার দাবি করেছেন তিনি।
ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আনুমং মগ বলেন, “ভিক্ষু বিশুদ্ধ মহাথেরু একা থাকার কারণে খুনি তাকে মেরে চলে গেছে। এটা আগে থেকে পরিকল্পনা করে করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
(খবর বিডিনিউজ’র )